শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে দুই শিশু নিহত


চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু ডুবে নিহত হয়েছে। নিহতরা হচ্ছে শিবগঞ্জের কানসাট ইউনিয়নের ঝাবুবাজার এলাকার  মুস্তাকিমের ছেলে মমিন (১২) ও মনাকষা ইউনিয়নের বাখের আলী বিশ্বনাথপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আবু তাহের (১৩)। তাহের নানা বাড়িতে বেড়াতে এসে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কানসাট কালভার্ট ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, বিকালে মমিন ও আবু তাহেরসহ চার শিশু নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় মমিন ও আবু তাহের। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে  মরদেহ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ মে, ২০২২