চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাসেদ আলী
আসন্ন ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মো. কাসেদ আলী নামের এক প্রার্থী। বৃহস্পতিবার প্রত্যাহারের শেষ দিনে তিনি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করে তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে বর্তমানে প্রার্থী থাকলেন একজন। তিনি হলেন মো. তসিকুল ইসলাম।
এর আগে আওয়ামী লীগ কার্যালয়ে মো. কাসেদ আলী তার মনোনয়ন প্রত্যাহারের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা পরিষদের প্রশাসক আশরাফুল হক, এই উপনির্বাচনে প্রার্থী মো. তসিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১৫ জুন এই উপনির্বাচনের দিন ধার্য রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ছিল ১৯ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ মে, ২০২২