গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জাসদের বিক্ষোভ


তেলসহ নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিসহ গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জাসদ বিক্ষোভ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদের সহ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সভাপতি আবু হেনা বাবলু, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক শাহ জামাল, জেলা যুব জোটের সভাপতি তরিকুল ইসলাম, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহ সম্পাদক  আব্দুল মজিদ, জেলা জাসদ ছাত্র লীগের সভাপতি তসিকুল রেজা খান তনু।
বক্তারা তেল, চাল, ময়দাসহ নিত্যপন্যের মূল্য জনগনের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং বিদ্যুৎ ও গ্যাসের দামবৃদ্ধির প্রক্রিয়া বন্ধের দাবি জানান।
সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী বন্ধ হয়ে যাওয়া আন্তঃনগর ট্রেন চালু করার দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ মে, ২০২২