আরামবাগ স্বপ্নপুরি মোড়ে ট্রাক্টর ও মটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে একজন নিহত


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ স্বপ্নপুরি মোড়ে ট্রাক্টর ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাহালু (৪৫) নামের একজন নিহত হয়েছে। নিহত গাহালু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর ঢালিপাড়া গ্রামের মৃত এমরান আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, সোমবার রাত ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের আরামবাগ এলাকায় শিবগঞ্জ অভিমূখে যাওয়া একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীত মুখি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে সাইকেল চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা কাহালুকে ঘটনাস্থলে থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মোজাফ্ফর হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ মে, ২০২২