চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলে মঙ্গলবার বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে ইফতার বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষক লীগ এইসব কর্মসূচির আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডবোকেট আব্দুস সামাদ বকুল ও সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান টিটো, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রাসেল, পৌর কৃষক লীগের সভাপতি মেসবাহুল হক টুটুল ও সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ওলিদ হোসেন গালিব অন্য নেতৃবৃন্দ।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ইফতার বিতরণ শেষে দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ এপ্রিল, ২০২২