শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১টি ওয়ানস্যুটার গান ও হেরোইন উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক দু’টি অভিযানে ১টি ওয়ানস্যুটার গান, ১ রাউন্ড গুলি ও ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
শুক্রবার রাতে বিজিবির পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও হেরোইন গুলো উদ্ধার করা হয়।
৫৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে চৌকা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বনাথপুর নামক স্থানে একটি বাঁশ বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় মালিকবিহীন ১টি ওয়ান স্যুটার গান ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়।
এদিকে অপর অভিযানে সোনামসজিদ বিওপির নায়েক ফারুক হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৫/১ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় পিরোজপুর কবরস্থান নামক স্থানে ১জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময় টহল দল তাকে ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ২১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ দুই ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জন নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২মার্চ,২০২২