চাঁপাইনবাবগঞ্জ জেলা মিল মালিক ও আতপ ধান-চাউল ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের সন্ধ্যা কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মিল মালিক ও আতপ ধান-চাউল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি এ্যাড. শামসুদ্দীনের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু। এসময় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম, পৌর মেয়র মোখলেসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আলহাজ্ব আব্দুল রাজ্জাক, সারোয়ার হোসেন, ফারুক আহমেদ, আশরাফুল হক, রেজাউল করিম, আব্দুল মান্নান, তাইজুল ইসলাম, ওমর ফারুক, ইব্রাহীম আলি (বাবলু), এম. এ. বাকি ও রবিউল ইসলামসহ অনান্যরা।
সভায় সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।
সাধারণ সভায় কন্ঠভোটে প্রয়াত মোজাম্মেল হোসেনের ছেলের হারুনুর রশিদকে এ সমিতির সভাপতি নির্বাচিত করা হয়।
সভার শুরুতে সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ মার্চ, ২০২২
চাঁপাইনবাবগঞ্জ জেলা মিল মালিক ও আতপ ধান-চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সভা