শিবগঞ্জে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বীর মুক্তিযোদ্ধা একাদশ বনাম উপজেলা প্রশাসন একাদশ দল অংশ নেয়। প্রতিযোগিতায় ২-০ গোলে উপজেলা প্রশাসন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বীরমুক্তিযোদ্ধা একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ মার্চ, ২০২২