চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে এলাকা থেকে ৪ হাজার ৯’শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে ৫৯ বিজিবি সদ্যসরা। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
রোববার রাতে শিয়ালমারা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।
৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার শাহিনুর রহমানের নেতৃত্বে শিয়ালমারা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে শিয়ালমারা এলাকায় রাতে টহল দেয়ার সময় ২ চোরাকারবারীকে দেখতে পায়। এ সময় তাদের ধাওয়া করলে তারা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ব্যাগ হতে ৪ হাজার ৯’শ ৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করতে সম হয়। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ মার্চ, ২০২২
শিবগঞ্জ সীমান্তে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার