আসন্ন পবিত্র রমজানে বাজারে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে শহরের হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠে জেলার ১ লাখ ৩০ হাজার ৩২০ জন উপকারভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহুল আমীন, জেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানসহ অন্যরা।
উল্লেখ্য, আগামী ৩১ মার্চ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলা ও ৪ পৌরসভার ২১০টি স্থানে ৩১টি ডিলারের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ৩২০ টি ফ্যামিলি কার্ডধারী মানুষের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী দেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ মার্চ, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু