চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু


আসন্ন পবিত্র রমজানে বাজারে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে শহরের হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠে জেলার ১ লাখ ৩০ হাজার ৩২০ জন উপকারভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহুল আমীন, জেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও ও  সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানসহ অন্যরা।
 উল্লেখ্য, আগামী ৩১ মার্চ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলা ও ৪ পৌরসভার ২১০টি স্থানে ৩১টি ডিলারের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ৩২০ টি ফ্যামিলি কার্ডধারী মানুষের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী দেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ মার্চ, ২০২২