শিক্ষার বৈষম্য দূরকরণের লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জে শিকক্ষদের মতবিনিময়


চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং শিক্ষার বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা আর কে উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি তারিক-ই-নূর-জামালের সভাপতিত্বে মতবিনিময় সভা বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও  শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব শাহজাহান আলম সাজু, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সলিমুল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলম, বালুগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ স্বাধীনতা শিক্ষক পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক খালেদা বেগম, শিক্ষক সমিত চট্টোপাধ্যায়, নুর নাহার ।
মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় ৭ শ’ থেকে ৮শ’ জন শিক্ষক অংশ নেন।
সভায়, আগামী ঈদে পূর্ণাঙ্গ বোনাস ও শিক্ষা জাতীয় করণসহ শিক্ষার বৈষম্য দূরকরণের দাবি জানান বক্তরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ মার্চ, ২০২২