নাচোলে অটোরিকশা ধাক্কয় এক শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় ইমরান মাশরাফি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত ইমরান মাশরাফি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বেহুলা গ্রামের আব্দুল হালিমের ছেলে।
শুক্রবার সন্ধ্যার দিকে নাচোলের বাহির মল্লিকপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাচোলের বাহির মল্লিকপুর গ্রামস্থ শিশুটির নানা বাড়ির সামনে পাকা রাস্তার উপর একটি অজ্ঞাতনামা অটোরিকশা পিছন থেকে ইমরানকে ধাক্ক দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এ ঘটনার পর থেকে অটোসহ গাড়ির চালক পলাতক রয়েছে ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ মার্চ, ২০২২