প্রদীপ জ্বালিয়ে শহীদদের স্মরণ করলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান
২৫ মার্চ ভয়াল কালরাত্রিতে পাক হানাদারদের বর্বরোচিত হামলায় গণহত্যার শিকার সকল শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। শুক্রবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ বেদীতে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে নিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান।
এর আগে গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চে বিকালে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ মার্চ, ২০২২