চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরনে রিমন (১১) নামে এক শিশু আহত হয়েছে। ইমন শিবগঞ্জ পৌরসভার চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে ও আলীডাঙা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
শুক্রবার বিকালে শিবগঞ্জ স্টেডিয়াম রোড সংলগ্ন একটি আমবাগানে এ ঘটনা ঘটে।
আহত শিশুর মা শিউলি বেগম জানান, দুপুরের খাবার খেয়ে দুই ভাই শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন পশ্চিম দিকের আমবাগানে গাছের পাতা ও ডালপালা কুড়াতে যায়। এ সময় রিমন একটি পরিত্যক্ত ককটেল দেখে পা দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করলে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে রিমনের শরীরের বিভিন্ন স্থান জখম হয়।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বাগানে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত রিমনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগ ও তাঁতী লীগের একই স্থানে কর্মসূচি ডাকায় গত বৃহস্পতিবার শিবগঞ্জ স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় সকল ধরণের জনসমাবেশ নিষিদ্ধ করেছিল শিবগঞ্জ উপজেলা প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ মার্চ, ২০২২
শিবগঞ্জে আমবাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরনে এক শিশু আহত