শিবগঞ্জে সড়ক-স্কুল ও মাদ্রাসার উন্নয়ন কাজের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোয়া ৪ কিলোমিটারের চারটি সড়ক ও একটি প্রাথমিক এবং একটি মাদ্রাসার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও শিা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী তোহিদুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহদাত হোসেন খুররম, চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন ।
শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউপির চর কানছিড়া ফিরোজের বাড়ি হতে লুৎফর মাস্টারের বাড়ির সড়ক, লীপুর আকতারুলের বাড়ি হতে মান্টুর বাড়ির সড়ক, চককীর্তি ইউপির ঝালুর মোড় হতে চাঁদপুর মশু বাজার ভায়া চরকটোলা গ্রাম সড়ক, মনাকষা ইউপির ডাকাতপাড়া বিওপি হতে গোপালপুর শিংনগর ঘাট সড়ক পর্যন্ত দীর্ঘ সোয়া ৪ কিলোমিটারের চারটি সড়ক ও একটি প্রাথমিক এবং একটি মাদ্রাসার কাজ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ মার্চ, ২০২২