শিবগঞ্জে পণ্য মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা


চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদের দায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার কানসাটের গোপালনরগ বাজারে খাইরুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।
বিষয়টি জেলা কৃষি বিপণন কর্মকর্তা নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানার  নেতৃতে কানসাটের গোপালনগরের বাজারে খাইরুল ইসলামের মালিকানাধীন গোডাউনে টাস্কফোর্সের অভিযান চালানো হয়।
 এ সময় তার গোডাউনে ৬০০ বস্তা চাল, ২৬২ বস্তা চিনি, ৮০ বস্তা ডাল, ৯০ বস্তা আটা, ২ হাজার ৫০০ লিটার সোয়াবিন তেল মজুদের অপরাধে তাকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযুক্ত খাইরুলের মজুদ করা পণ্যগুলো তিন দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ মার্চ, ২০২২