চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ৬ লাখ ভারতীয় জাল রুপীসহ ২জন আটক


চাঁপাইনবাবগঞ্জ সদরে ও শিবগঞ্জে পৃথক দু’টি অভিযানে ৬ লাখ ১০ হাজার ৫শ’ ভারতীয় জাল রুপীসহ ২জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর গ্রামের মৃত চাঁন মোহাম্মদের ছেলে জসীম (২৮) ও শিবগঞ্জে নামোচকপাড়া গ্রামের সাহেবজানের ছেলে সাদেকুল(৪৩)।
সোমবার রাতে র‌্যাব ও বিজিবি’র পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ শহরের বরেন্দ্র মোড় এলাকার জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের পাশে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টাকালে জসীমকে আটক করা হয়। পরে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৩ ল ৯৫ হাজার ভারতীয় জালরুপী জব্দ করা হয়।


এদিকে ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,গোপন তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির হাবিলদার  রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া নামক স্থানে অভিযান চালায়। এ সময় ২ হাজারের ৪৬টি ও  ৫০০ রুপির ২৪৭টি নোটসহ সাদেকুলকে আটক করা হয়।
এই দুই ঘটনায় আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ ফেব্রুয়ারি, ২০২২