চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন


শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে জেলা ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষকরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি তারিক-ই-নুর জামাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শিক আনোয়ার জাহান, নজরুল ইসলাম, জুয়েল ইসলাম, জাহাঙ্গীর কবির, খালেদা বেগম, কুদরত-ই-খুদা, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক নাজনাইন শাহনাজ, সমিত্র চ্যাটার্জি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন,  পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোসলেম উদ্দিন, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক কামরুজ্জামান, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোহা. মজিবুর রহমান।
সমাবেশে বক্তারা, শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার পাশাপাশি সরকারি শিক্ষক কর্মচারীদের সমপরিমাণ উৎসবসহ অন্যান্য ভাতা প্রদান, করোনায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের প্রণোদনা বা বিশেষ বৃত্তি প্রদানসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।
পরে সরকরি কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ ফেব্রুয়ারি, ২০২২