রাজশাহীর গোদাগাড়ি উপজেলার হাটপাড়া ঘাট এলাকা থেকে বিজিবি ৭০ ভরি ওজনের স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মোক্তার হোসেন (৪০)। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর রানীনগর বকচর গ্রামের সানাউল্লাহর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া এক সংবাদবিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি গোদাগাড়ি সীমান্তের সীমান্ত পিলার নম্বর ৩৭ বাই ৩ এস এর কাছে হাটপাড়া ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় মোক্তার হোসেনকে ৭টি স্বর্ণের বারসহ হাতে নাতে আটক করা হয়।
বিজিবি’র পক্ষ থেকে আটক হওয়া ৭০ ভরি ওজনের ৭টি সোনার বারের মূল্য বলা হয়েছে প্রায় ৫৩ লাখ টাকা। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ ফেব্রুয়ারি, ২০২২
সীমান্তে এলাকা থেকে ৭০ ভরি সোনাসহ একজন আটক