চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা


চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন কাবে অনুষ্ঠিত পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত।
নবগঠিত কমিটির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যগ্ন আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন, কামরুল আরেফিন বুলু, রফিকুল ইসলাম টিপু, সদস্য সচিব রফিকুল ইসলাম, সদস্য এ্যাড. ময়েজ উদ্দিন, বাইরুল ইসলাম, ওবায়েদ পাঠান, সিদ্দিকা সিরাজুম মুনিরা।
সভায় নতুন কমিটির নেতৃবৃন্দের পরিচিতি করানো হয় এবং বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্বির লক্ষ্যে নেতাকর্মীদের আরো বেশি সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়। একই সময় দলের বিভিন্ন ইউনিট সংগঠন গুলো ঢেলে সাজানোর সিন্ধান্ত নেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ ফেব্রুয়ারি, ২০২২