চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি স্থানে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর গোমপাড়া গ্রামের মসলিম উদ্দিনের স্ত্রী তাজকেরা খাতুন (৪৫) ও গোমস্তাপুর উপজেলার দোষীমনি এলাকার আব্দুর রশিদের ছেলে রহমত উল্লাহ (৪)। রবিবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট হতে ঘড়াপাকিয়া গামী রাস্তা পারাপরের সময় একটি মোটরসাইকেল তাজকেরাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, মোটরসাইকেল যোগে গোমস্তাপুর হতে নাচোল যাবার সময় দোষিমনি নামক স্থানে রহমত উল্লাহ নামের ৪ বছরের একটি শিশুকে রাস্তা পারাপারের সময় মটরসাইকেল ধাক্কা দেয়। এতে পথযাত্রী রহমত উল্লাহ ও মোটরসাইকেল চালক লতিফুর রহমান পড়ে আহত হয়। পরে স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রহমত উল্লাহ কে মৃত ঘোষনা করেন।
আহত মটরসাইকেল চালক লতিফুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ ফেব্রুয়ারি, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুসহ দুইজন নিহত