পানামা সোনামসজিদ পোর্টে দুটি উন্নয়ন কাজের উদ্বোধন


সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডে নবনির্মিত ৩০ হাজার বর্গফুটের ট্রান্সশিপমেন্ট শেড ও ১৬ হাজার বর্গফুটের আশ্বিনা ওয়্যারহাউসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবনির্মিত ট্রান্সশিপমেন্ট শেড ও আশ্বিনা ওয়্যারহাউসের উদ্বোধন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আলমগীর। পরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে অংশীজনদের সাথে অনুষ্ঠিত সভায় পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সিইও আতিকুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আলমগীর। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জিএম বেল্লল হোসেন, পরিচালক (প্রশাসন) রেখান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার মমিনুল ইসলাম ও সিএনএফ এজেন্ট হারুন অর রশিদসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ ফেব্রুয়ারি, ২০২২