রহনপুর পৌরসভার মেয়রসহ ২৫ জনের মুক্তি ও মিথ্যা মামল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁনসহ ২৫ জনের মুক্তি ও মিথ্যা মামল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সামনে রহনপুর পৌরবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রহনপুর পৌরসভার নারী কাউন্সিলর জাহানারা পারভীন, পৌর সচিব খাইরুল হক, কাউন্সিল মোস্তাফিজুর রহমান, আব্দুল রাজ্জাক, লাইসেন্স পরিদর্শক ও পৌরসভা অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আব্দুল মুকিত, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদসহ অন্যরা।
এদিকে একই সময় রহনপুরে একটি বিক্ষোভ মিছিল বের।
উল্লেখ্য, জমি দখল ও প্রাচীর ভাঙ্গার অভিযোগে দায়ের করা মামলায় রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান-দুই কাউন্সিলরসহ ২৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ ফেব্রুয়ারি, ২০২২