চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে সরকার দলীয় নৌকা প্রতিকের প্রার্থী মোহাঃ জাকারিয়া।
দুপুর ১টার দিকে তিনি নির্বাচনে দু’ স্বতন্ত্র প্রার্থী কর্তৃক বিভিন্ন ভোট কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে এবং জীবনের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি তার বাড়িতে এই ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ বেলা ১১ টার দিকেই আমি নির্বাচন অফিসারকে অভিযোগ করে কোন সাড়া পায়নি। সরকার দলীয় প্রার্থী হয়েও আমি কোন রকম সহযোগিতা পাইনি। সেই সময় আমি নির্বাচন থেকে সড়ে যাওয়ার সিদ্ধান নেই’।
এব্যাপারে জেলা নির্বাচন অফিসার মোতায়াক্কিল রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ আমি অভিযোগ শোনার পরপরই ঘটনাস্থলে গিয়েছিলাম। তাকে ভোট কেন্দ্রে এজেন্ট প্রাঠানোর কথা বললেও এজেন্ট আসেনি বলে জানান ওই চেয়ারম্যান প্রার্থী’।
এরআগে সকাল থেকে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ জানুয়ারি, ২০২২
রানীহাটি ইউপি নির্বাচন থেকে সড়ে দাঁড়ালের নৌকার প্রার্থী জাকারিয়া