চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। নতুন করে ৪০ জন আক্রান্তে মধ্যে ৩৪ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, ২ জন শিবগঞ্জ উপজেলার, ৩জন গোমস্তাপুর উপজেলার ও ১ জন ভোলাহাট উপজেলার বাসিন্দা রয়েছে। এই ৪০ জনের মধ্যে ১৫ জন নারী ও ২৫ জন পুরুষ রয়েছে।
এদিকে করোনার তৃতীয় ঢেউয়ে নতুন করে আক্রান্তের যে হার তাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চিত্র উদ্বেগজনক।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১০ জনের দেহে। একই দিন স্থানীয়ভাবে করা র্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৭৮ জনের নমুনা পরীায় ৩০ জনের করোনা শনাক্ত হয়।
তিনি আরো জানান, নতুন করে একদিনে ১১ জন শনাক্ত রোগিকে সূস্থ ঘোষণা করা হয়েছে। জেলায় বর্তমানে রোগী সংখ্যা ৩০৮ জন। তবে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫ জন রোগী ভর্তি রয়েছে। বাকিরা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১ জানুয়ারি, ২০২২
নতুন করে চাঁপাইনবাবগঞ্জে ৪০ জনের করোনা শনাক্ত