চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ মাস্ক বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২ হাজার স্থানে একযোগে জেলা প্রশাসনের উদ্যোগে করোনা রোধে সচেতনতামূলক সমাবেশ ও সাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দৃষ্টি নন্দন পার্ক এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত সচেতনতামুলক সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। পরে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়ক ও বারঘরিয়া গোল চত্বর এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) আহমেদ মাহবুব উল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়েরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলা ও ৪ পৌরসভার নির্ধারিত ২ হাজারটি পয়েন্টে মোট ৫ লাখ মাস্ক বিতরণ করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১ জানুয়ারি, ২০২২