শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলিউল (৩৫) নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে। শনিবার দুপুরে শিবগঞ্জ সোনামসজিদ সড়কের বহলা বাড়ি কেয়া ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফরিদ হোসেন ও স্থানীয়রা জানান, একটি ধান ভর্তি ট্রলি সোনামসজিদগামী একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে ট্রলিতে বসে থাকা ধানের মালিক আলিউল সড়কে পরে ঘটনাস্থলে মারা যান। পরে দর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল কিন্তু তার আগেই ট্রলির লোকজন আলিউলের লাশ নিয়ে বাড়ি চলে যায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮ জানুয়ারি, ২০২২