চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোরাজরামপুর থেকে মাদক সেবনের দায়ে সোমবার দুপুরে ১০ জনকে আটক করেছে র্যাব। আটককৃরা হচ্ছে মসজিদ পাড়ার মিঠু (৪০), গোমস্তাপুরের চৌডালার সনিক (৩৯), শিবগঞ্জে রশিকনগরের সাহেব আলী (৪২), কালীনগরের মিজানুর রহমান (৪০), দেবোত্তর গ্রামের সোহেল রানা (৩২), সাবেকলাভাঙ্গার জনি (২২), চাঁদলাই গ্রামের শিহাব আলী (২২), আলীনগরের নিশান আলী (২০), বারোঘরিয়ার শ্রী লক্ষন হলদার (২৬) ও রামকৃষ্ণপুর মুল্লান গ্রামের শামসুল হক (৪০)।
র্যাবের এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শহরের নামোরাজরামপুর গ্রামস্থ রয়েল ব্রিক্স এর দক্ষিন পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান চালায়। অভিযানে মাদকসেবনরত অবস্থায় ১০জনকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ জানুয়ারি, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ১০ জন আটক