জামতলায় ২৬ কেজি গাঁজাসহ ২জন আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা তিনপুকুর এলাকায় বৃহস্পতিবার রাতে ২৬ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর হাজিপাড়ার মৃত সাজ্জাদ মন্ডলের ছেলে সোলেমান মন্ডল (৫৯) ও মহারাজপুর ডোলপাড়া গ্রামের মৃত ইসলাম মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৬০)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি দল সদর উপজেলার জামতলা তিনপুকুর এলাকার একটি বাথানঘর অভিযান চালায়। অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ২জনকে আটক করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ জানুয়ারি, ২০২২