‘‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলে রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাবেক ডেপুটি কমান্ডার তরিকুল ইসলাম, মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়াসহ অন্যরা। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সফল উদ্যোক্তা মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানাসহ ১০ জনকে সম্মাননা ক্রেস্ট, ১৩৮ জনকে অনুদান ও ভাতাভোগীর মাঝে ১৫ হাজার টাকা প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ জানুয়ারি, ২০২২
শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে র্যালি-আলোচনা সভা