শিবগঞ্জে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত> থানায় মামালা


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পুঁঠিমারী বিল থেকে উদ্ধার হওয়ায় ৩৫ বছর বয়সী মরদেহের নাম পরিচয় শনাক্ত হয়েছে। তিনি সদর উপজেলার বহরমপুর তাতীপাড়া গ্রামের বিন্দ্র সিংহের ছেলে বেনু সিংহ। পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। শুক্রবার বিকেলে এ তথ্য জানান শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল আনাম। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে কানসাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পুঁঠিমারী বিলের আঁখ তে থেকে মরদেহটি উদ্ধারের ঘটনায় রাতেই অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পরিবারের প থেকে মামলাটি দায়ের করা হয়। এর আগে পুঁঠিমারী বিলের আঁখ েেত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও রাজশাহীর সিআইডির ক্রাইম এক্সপার্টের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহতের মাথায় ও গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল লুঙ্গি ও কালো জ্যাকেট। পুলিশের প্রাথমিক ধারণা- দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ জানুয়ারি, ২০২২