গোমস্তাপুরে চার্জার ভ্যান উল্টে শিশু নিহত


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চার্জার চালিত ভ্যান উল্টে আলামিন(১০) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আলামিনের পিতা  রাব্বানী আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের খোড়কাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।  
নিহত আলামিনের বাড়ি উপজেলার রাধানগর ইউনিয়নের খোড়কাডাঙ্গা গ্রামে।
স্থানীয়রা জানান,আক্কেলপুর বাজার থেকে বাবা ছেলে চার্জার ভ্যান চালিয়ে যাচ্ছিল।   এ সময় খোড়কাডাঙ্গা এলাকায় পৌঁছালে  নিয়ন্ত্রন হারিয়ে চার্জার ভ্যানটি উল্টে যায়। এতে ছিটকে পড়ে আলামিন মারা যান ও তার পিতাসহ দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।  
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দিলিপ কুমার দাস জানান, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ জানুয়ারি, ২০২২