চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া, শিয়ালমারা, কামালপুর ও সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ফেনসিডিল ও হেরোইন উদ্ধার করেছে ৫৯ বিজিবি।
এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে রবিবার রাতে চকপাড়া বিওপির নায়েব সুবেদার রেনু মিয়ার নেতৃত্বে টহল দল কয়লাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সম হয়।
অন্যদিকে সোমবার ভোর ৫টার দিকে শিয়ালমারা বিওপির নায়েক আব্দুল বারেকের নেতৃত্বে টহল দল শিয়ালমারা ৪২ বিঘা এলাকায় অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সম হয়।
অপর দিকে একই সময় কামালপুর বিওপির হাবিলদার মো. এমদাদুল কবীরের নেতৃত্বে টহল দল কামালমপুর আমবাগানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সম হয়।
৫৯ বিজিবির অধিনায়ক আরো জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার বেলা পৌনে ১২টায় সোনামসজিদ বিওপির নায়েক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে টহল দল পিরোজপুর এলাকায় অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সম হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ জানুয়ারি, ২০২২
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল ও হেরোইন উদ্ধার