পদ্মায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শাহিন (১২) নামে শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। রোববার সকাল সাড়ে ১০টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পদ্মায় বন্ধুদের সঙ্গে গোলস করতে নেমে শনিবার বিকেলে নিখোঁজ হয় সে।
মৃত শাহিন আলী চরবাগডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টিকরপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, শাহিন তার দুই বন্ধুসহ শনিবার বিকেল পদ্মা নদীতে গোসল করতে নামে। পরে দুই বন্ধু নদী থেকে উঠে এলেও তারা শাহিনকে খুঁজে পায়নি। স্থানীয়দের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট শনিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান চালায়। কিন্তু সন্ধান না পাওয়ায় রাজশাহী থেকে ডুবুরিদল ডাকা হয়। রাজশাহী থেকে আসা ডুবুরিদলের সদস্যরা চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদী থেকে শাহিনের মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ ডিসেম্বর, ২০২১