মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠ থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, তোহিদুল আলম টিয়া, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সমিউর রহমান বাবু, আ.ন.ম আবদুল্লাহ হিল বাকী, পৌর ছাত্রলীগের সভাপতি আলী রাজ ও সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলারসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ ডিসেম্বর, ২০২১
শিবগঞ্জে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলে বিজয় র্যালি-আলোচনা সভা