চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আড্ডা টু রহনপুরগামী পাঁকা রাস্তা সংলগ্ন মিশন মোড় থেকে ১টি পিস্তল, ২টি দেশীয় একনলা ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন ও ২রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে রাজশাহীর দাতপুরের তোফাজ্জল ইসলামের ছেলে জাকারিয়া ইসলাম (২১)। এ সময় এক বোতল ফেনসিডিল ও ৫ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের নন্দীপুর ইউনিয়নের নওদামিশন গ্রামস্থ আড্ডা টু রহনপুরগামী পাঁকা রাস্তা সংলগ্ন মিশন মোড়ের উপর ১ জন ব্যক্তি মাদকসহ অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি শপিং ব্যাগসহ পালানোর চেষ্টাকালে জাকারিয়াকে আটক করা হয়। এ সময় শপিং ব্যাগে থাকা ১টি পিস্তল, ২টি দেশীয় ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন ও ২রাউন্ড গুলি, এক বোতল ফেনসিডিল ও ৫ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ ডিসেম্বর, ২০২১
গোমস্তাপুরে ৩টি অস্ত্রসহ একজন আটক