চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপি বঙ্গবন্ধু বই মেলার উদ্বোধন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলার উদ্বোধন করা হয়েছে। "বঙ্গবন্ধুর চেতনা, উন্নয়নের প্রেরণা" এই স্লোগানে রেখে রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চের সামনে এই বই মেলার উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম। পরে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু বইমেলার শুভ সুচনা করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ন কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পিএসসি’র সাবেক সদস্য ফজলুল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোখলেসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্য প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,  কবি, শিার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় লেখকরা।
বইমেলা উদ্বোধনের শুরুতেই জেলার ২৫ জন কবি, লেখক ও গবেষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে অতিথির সাথে নিয়ে বিভিন্ন স্টল প্রদর্শন করেন জেলা প্রশাসক।
সাত দিনের এই বই মেলায় ৩০ টি স্টল স্থান পেয়েছে। এতে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থসহ স্থানীয় ৫৫ জন লেখকের বিভিন্ন ধরনের বই। মেলাস্থলের বঙ্গবন্ধু মঞ্চে প্রতিদিন পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ পর্যন্ত বঙ্গবন্ধু বই মেলা খোলা থাকবে। যা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ ডিসেম্বর, ২০২১