চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৫৬৬ বোতল ফেনসিডিল নিজ হেফাজতে রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় মো.আসাদুল ওরফে বাবুল(৫০) নামে একজনকে ৫ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ট্রাইবুনাল। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ডেরও আদেশ দিয়েছে ট্রাইবুনাল। বৃহস্পতিবার(১১ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ষ্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো.রবিউল ইসলাম একমাত্র আসামীর অনুপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত আসাদুল শিবগঞ্জের চাঁনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতি.পিপি) আঞ্জুমান আরা জানান,গত ২০১১ সালের ২ আগষ্ট দিবাগত রাত দেড়টার দিকে(৩আগষ্ট) র্যাবের অভিযানে নিজ বসতবাড়ি হতে ফেনসিডিলসহ আটক হন আসাদুল। এই ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানায় র্যাব-৫ রাজশাহীর উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন আসাদুলকে একমাত্র আসামী করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তাফা ২০১১ সালের ১৭ আগষ্ট আসাদুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাাখিল করেন। ১০ জনের সাক্ষ্য,প্রমাণ ও দীর্ঘ শুনানী শেষে ট্রাইবুনাল পলাতক আসাদুলকে দোষি সাব্যস্ত করে রায় ঘোষণা করেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ নভেম্বর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের ৫ বছর কারাদন্ড