ভোলাহাট সীমান্তে ১১৩ লিটার বাংলা মদ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের বিজিবি’র দু’টি পৃথক অভিযানে ১১৩ লিটার বাংলা মদ ও ১৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। মঙ্গলবার সকালে ভোলাহাটের বজরাটেক মুন্সিগঞ্জ বাজার  ও   শিবগঞ্জে চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে বাংলা মদ, হেরোইন উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির নায়েব সুবেদার রেনু মিয়া এর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি নামক স্থান হতে মালিকবিহীন ১৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এদিকে চরধরমপুর বিওপির নায়েব সুবেদার ফজলুল হক এর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ২০১/১৯ আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাটের বজরাটেক মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে ১১৩ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এই দু’টি ব্যাপারে  আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ নভেম্বর, ২০২১