শিবগঞ্জ ইউপি নির্বাচন >১৩টি ইউনিয়নের প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা


আগামী ২৮ নভেম্বর শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন নিরপে ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে মঙ্গলবার প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন আয়োজিত ও নির্বাচন অফিসের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মুঞ্জুরুল হাফিজ, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান, রিটার্নিং কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, আব্দুল মান্নান, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান ও ড. আবু বকর সিদ্দিক প্রমূখ।
সভায়, সকল প্রার্থীদের নির্বাচনী আচরনবিধি কঠোরভাবে মেনে চলার আহবান জানানো হয়।
উল্লেখ্য, ২৮ নভেম্বর আসন্ন ৩য় ধাপের ইউপি নির্বাচনে শিবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ রয়েছে মোট ১৫টি। এর মধ্যে কানসাট ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় এবং দুর্লভপুর ইউনিয়নের নির্বাচন বাতিল হওয়ায় ভোট হচ্ছে ১৩টি ইউনিয়নে। তবে নয়ালাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মোস্তাকুল ইসলাম পিন্টু ও মনাকষা ইউনিয়নে মির্জা শাহাদাৎ হোসেন খুররম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই ২টি ইউনিয়নে সাধারণ ও সংরতি আসনের সদস্য পদ ভোট গ্রহণ হবে। ২ টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দিতায় ২ নৌকার প্রার্থী নির্বাচিত হবার পর চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ নভেম্বর, ২০২১