চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকায় ডাঃ আ.আ.ম মেসবাহুল হক (বাচ্ছু ডাক্তার) স্টেডিয়ামের গ্যালারির নিচ থেকে শনিবার দুপুরে মাদক সেবনের দায়ে ১৭ জনকে আটক করেছে র্যাব। আটককৃরা হচ্ছে সজল আলী (৪০), আহসান আলী (৪০),শাদিম আলী (২৩), এমদাদুল হক(৪৫), আনারুল ইসলাম (১৮), জনি ইসলাম (২০), আরাফাত ইসলাম (১৬), রাজু আহম্মেদ (২৮), মাসুদ রানা (২০), জনি (২৬), ইব্রাহিম ইসলাম(২৬), কামরুল ইসলাম (৪৫), সুইট (২৮), শাহিন (২৫), সিয়াম (১৯), সবুর আলী (৪২), রাসেল আলী (২৪)।
আটককৃতরা শিবগঞ্জ, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকায় ডাঃ আ.আ.ম মেসবাহুল হক (বাচ্ছু ডাক্তার) স্টেডিয়ামের গ্যালারির নিচ অভিযান চালায়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ১৭ জনকে আটক করা হয়। এ সময় গাঁজা, কাগজের তৈরি পাইপ, গ্যাস লাইট, কেচি জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপানবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ নভেম্বর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ১৭ জন আটক