‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে, ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে শনিবার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সালেহ আকরাম, জেলা প্রশিণ অফিসার বিমল কুমার প্রামাণিক, জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মোঃ জাকির হোসেন।
বক্তারা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, কৃষকের ফসলি জমির জন্য কীটনাশক, উন্নত বীজ, সেচ প্রকল্প এবং অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ অক্টোবর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত