চাঁপাইনবাবগঞ্জে বয়সভিত্তিক বালিকা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জে বয়সভিত্তিক বালিকা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাঃ) স্টেডিয়াম সুইমিংপুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সেলিনা জামানের সভাপতিত্বে সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লায়লা। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক কবিতা বর্মন, যুগ্ম সম্পাদক গৌরী চন্দ সিতু, সদস্য রোকসানা আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান।
সাঁতার প্রতিযোগিতার বয়সভিত্তিক বিভিন্ন ইভেন্টে শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও সদর উপজেলার বালিকারা অংশগ্রহন করে।
শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বালিকাদের বয়স ভিত্তিক ১২ ইভেন্টে বিজয়ীদের পয়েন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। অতিথিদের নিকট হতে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান। প্রতিযোগিতায় পয়েন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে নাচোল উপজেলা ও গোমস্তাপুর উপজেলা। নাচোল ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্নীগণ এ পুরস্কার গ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ অক্টোবর, ২০২১