চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন ভোটের মাঠে নেমেছেন জামায়াত নেতাও


আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছে এক সময়ে শিবির নেতা ও ক্রীড়া সংগঠক মোস্তাফিজুর রহমান মুকুল।
মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রবিবার তিনি তার সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। জামায়াতের ঘাটি হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র নজরুল ইসলাম হচ্ছেন জামায়াত নেতা। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর। আসন্ন নির্বাচনে নজরুল ইসলাম প্রতিদ্বন্দিতা করছেন একসময় এমন কথা শোনা গেলেও পরে আলোচনায় আসেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা লতিফুর রহমানের নাম। এরইমাঝে শেষমুর্হুতে জামায়াতের প্রার্থী হচ্ছেন মোস্তাফিজুর রহমান মুকুল এমন আলোচনা শুরু হয় শহরজুড়ে। যা সত্যি হলো রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে।
সাবেক ফুটবলার ও জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান জামায়াতের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ অক্টোবর, ২০২১