চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা> আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত নেতাসহ ৯ জনের মেয়র পদে মনোনয়ন দাখিল


আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের ৩ জন, বিএনপি’র ৪ জন নেতা ও এক জামায়াত নেতাসহ মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে। নির্বাচনে ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৯৯ জন এবং ৫টি সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ২৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মেয়র পদে মনোনয়ন দাখিলকারীদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোখলেসুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল হাকিম মনোনয়ন দাখিল করেছেন। এদিকে স্থানীয় বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম এর বাইলে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দীন, বিএনপি নেতা শাহনেওয়াজ খান সিনা ও বিএনপি সমর্থিত সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। এছাড়া জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান মুকুল ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির মনোনয়ন পত্র দাখিল করেছেন।  
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, শেষ দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। মেয়র পদের বাইরে সাধারণ কাউন্সিলর পদে ১৫ ওর্য়াডে ৯৯ জন এবং সংরক্ষিত আসনে ২৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১৫টি ওর্য়াডের মধ্যে ১নং ওর্য়াডে ৭ জন, ২নং ওর্য়াডে ৫ জন, ৩নং ওর্য়াডে ১০ জন, ৪নং ওর্য়াডে ৫ জন, ৫নং ওর্য়াডে ৭ জন, ৬নং ওর্য়াডে ৭ জন, ৭নং ওর্য়াডে ৪ জন, ৮নং ওর্য়াডে ৪ জন, ৯নং ওর্য়াডে ৫ জন, ১০নং ওর্য়াডে ১২ জন, ১১নং ওর্য়াডে ৮ জন, ১২নং ওর্য়াডে ৫ জন, ১৩নং ওর্য়াডে ৫ জন, ১৪নং ওর্য়াডে ৭ জন, ১৫নং ওর্য়াডে ৮ জন রয়েছে। এছাড়া ৫টি সংরক্ষিত আসনের মধ্যে সংরক্ষিত ১নং ওর্য়াডে ৭ জন, সংরক্ষিত ২ নং ওর্য়াডে ৩ জন, সংরক্ষিত ৩নং ওর্য়াডে ৩ জন, সংরক্ষিত ৪নং ওর্য়াডে ৪ জন, সংরক্ষিত ৫নং ওর্য়াডে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
তিনি জানান, সোমবার ( ১১ অক্টোবর) জমাকৃত মনোনয়ন যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর এবং নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২ নভেম্বর।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ অক্টোবর, ২০২১