চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সিএনজি ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক নিহত ও এক আরোহী আহত হয়েছে। নিহত মটর সাইকেল চালক হৃদয় (২১) গোমস্তাপুর উপজেলার কাশিপুর গ্রামের মকবুল আলীর ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, রবিবার সকালে গোমস্তাপুর - রহনপুর সড়কের বড়বাড়ি এলাকায় গোমস্তাপুর থেকে হৃদয় আরোহী অনিককে নিয়ে রহনপুর যাচ্ছিলেন। বড়বাড়ি এলাকায় মটর সাইকেরের চাকার বাতাস পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি ধাক্কা দেয়। এতে হৃদয় ঘটনাস্থলেই মারা যায়। আহত গোমস্তাপুরের ফকিরপাড়ার আজিজুলের ছেলে অনিক। আহত অনিককে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর সিএনজি চালক সিএনজি নিয়ে পালিয়ে যায়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ অক্টোবর, ২০২১