নাচোলের ‘রানী মা’ ইলা মিত্রের স্মরণে আলোচনা সভা


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘রানী মা’ খ্যাত ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের ১৯তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। বুধবার ইলা মিত্র সংসদের আয়োজনে নেজামপুর ইউনিয়নে কেন্দুয়ার একটি সরকারি বিদ্যালয়ে ইলা মিত্রের স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়। রানী মা’র ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কলা ও পদ্মা পাতায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করে ইলা মিত্র সংসদ।
এ সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলার নির্বাহী অফিসার শরীফ আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল গালিব, উপজেলা সহকারী-মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, ইলা মিত্র সংসদের সভাপতি বিধান শিং, সাংবাদিক সাজিদ তৌহিদ।
সভায়, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষ মধ্যাহ্ন ভোজে প্রায় ২শত ক্ষুদ্র-নৃগোষ্ঠির মানুষ কলা ও পদ্মা পাতায় আহারে অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ অক্টোবর,২০২১