চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত


‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি-জোরদার করি দূর্যোগ প্রস্তুতি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও আগুন নির্বাপণ কৌশল প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন আলী মৃধা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, চাঁপাইনবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. ইমরান হোসাইন, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক সাবের আলী প্রামানিক, স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুজ্জামান সরকার, টিম লিডার হারুন অর রশিদ। অনুষ্ঠানে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং নলেজ ডিসপ্লে প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা।
আলোচনা শেষ গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অগ্নি নির্বাপক বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ অক্টোবর,২০২১