নাচোলে ১লাখ ৪৬ হাজার ভারতীয় জাল রুপিসহ ৩ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের শিবপুরা মোড়ে থেকে রবিবার ১লাখ ৪৬ হাজার ভারতীয় জাল রুপি, ১শ’ ৯০ গ্রাম হেরোইন, ৪শ’ ৩০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জে দুভাগী গ্রামের এনামুল হকের ছেলে মামুন (২৭), নামজগৎনাথপুর ফুলদিয়ারী গ্রামের আঃ রাজ্জাকের ছেলে সাদ্দাম হোসেন (২৬) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার আবুল কাশেমের ছেলে নূর ইসলাম (২২)।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল নাচোল উপজেলার কসবা ইউনিয়নের শিবপুরা মোড়ে অভিযান চালায়। অভিযানে ১লাখ ৪৬ হাজার ভারতীয় জাল রুপি, ১শ’ ৯০ গ্রাম হেরোইন ও ৪শ’ ৩০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়।
এ ঘটনায় নাচোল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ অক্টোবর, ২০২১