গোমস্তাপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাড়ির উঠানের রিংপাটের পানিতে খেলা করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে।সে উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুল তলা গ্ৰামের রাসেল এর মেয়ে রুমানা বর্ষা (১৩মাস)। শনিবার  আনুমানিক ১০টার দিকে বাড়ির উঠানে খেলতে খেলতে ট্যাপ কলের পাশে থাকা রিংপাটে'র পানিতে ডুবে মারা যায়।
মৃতের বাবা রাসেল আলী বলেন, শনিবার সকালে ওই সময়ে আমরা সকলে কাজে ব্যস্ত ছিল।আর রোয়ানা আঙিনাতে খেলা করছিল। আঙিনাতে থাকা রিংপাটে'র পানিতে ডুবে যায়। সেখানে পানিতে লাশ ভাসা অবস্থায় দেখতে পেয়ে সকাল ১১টায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল শেষে লাশ দাফনের জন্য তার পরিবারের নিকট বুঝিয়ে দিয়েছি



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ অক্টোবর,২০২১